প্রচ্ছদ > বিনোদন >

৮ বছর কেউ কাজে ডাকেনি সুস্মিতাকে

article-img

বিশ্বসুন্দরীর খেতাব জয়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন, যিনি শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে অনেকেই সঙ্গেই একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন। অভিনয় দক্ষতা প্রশংসিত হলেও প্রায় আট বছর নাকি কোনো কাজের প্রস্তাব পাননি তিনি।

সম্প্রতি ভাইরাল হওয়া ২০২৩ সালের মিড ডে ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুস্মিতা অকপটে বিষয়টি স্বীকার করেছিলেন। একটা সময়ে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, যেমন ‘নেটফ্লিক্স’, ‘প্রাইম’, ‘হটস্টার’-এ নিজে থেকেই ফোন করে কাজ চাইতেন অভিনেত্রী।

 

ক্যামেরার সামনে গ্ল্যামারের মুখোশ সরিয়ে, সুস্মিতা শেয়ার করেন তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের কথা। যে সময় তার ধৈর্য, মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসের চরম পরীক্ষা হয়েছিল।

ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে সুস্মিতা সেন বলেন, আমার নাম সুস্মিতা সেন। আমি একজন অভিনেত্রী, আগে ছিলাম।

 

আর আমি ফিরে এসে আবার কাজ করতে চাই। আমাকে সাহায্য করতে হবে, কারণ আমি ৮ বছর কোনো কাজ করিনি, এটা খুবই দীর্ঘ সময়।

তিনি আরো যোগ করেন, সেই ৮ বছরের নীরবতায় কোনও নির্মাতা বা প্ল্যাটফর্ম তার কাছে আসেনি। সুস্মিতার দাবি, ‘আমি নিজে মানুষকে ফোন করে কাজ চেয়েছি, যাতে তারা বুঝতে পারে আমার কাজের কতটা প্রয়োজন, কতটা খিদে রয়েছে, আমি কাজ করতে চাই, আমি কাজ চাইছি।’

এরপর তিনি ‘আরিয়া’র মতো সিরিজের মাধ্যমে ওটিটিতে প্রত্যাবর্তন করেন। এই সিরিজে সুস্মিতার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। তিনি প্রমাণ করেন, একজন সত্যিকারের শিল্পী কখনও হারিয়ে যান না, শুধু সময়ের অপেক্ষায় থাকেন।